Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ঐতিহাসিক ভাঁড়ারা শাহী মসজিদ
বিস্তারিত

1757 সালে বাদশাহ শাহ আলমের রাজস্ত কালে দৌলত খা পুত্র আসালত খা ভাঁড়ারা শাহী মসজিদ নির্মান করেন। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটি যাহা শুধু মাত্র গম্বুজ দ্বারা বেষ্টিত। অনেক পুরাতন মসজিদ হলে উহার আকৃতি এবং অবস্থান অনেক সুন্দর। পদ্মনদী এর পাড়ে অবস্থিত ভাঁড়ারা শাহী মসজিদ। বর্তমান পদ্মা  নদী 3 মাইল দূরে। মসজিদের পূর্বপাশে একটি মাজার রয়েছে। মাযারটি খুবই লম্বা আকৃতি। ফকির শাহ মাজার হিসাবে পরিচিত।

লোকের মুখে শুনা যায় ভাঁড়ারা ঐতিহাসিক শাহী মসজিদ এর রাতে নির্মান হয়েছে। ভাঁড়ারা শাহী মসজিদ শাহী শাসন আমলে একটির উজ্জল দৃষ্টান্ত এবং ঐতিহ্য বহন করে।

প্রতি শুক্রবারে শত শত মানুষ জুম্মার নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়।

অবস্থান: পাবনা সদর উপজেলা ভাঁড়রা ইউনিয়নে অবস্থিত।

যোগাযোগ: পাবনা শহর হইতে প্রায় 12 কিলোমিটার দুরে পূর্ব দক্ষিণ কর্ণারে

যেভাবে যেতে হয়: পাবনা শহর হতে প্রায় 3 কিলোটিমার দুলে কালিদহ মোড়া, সেখান থেকে ডানদিকে পাকা রাস্তা হয়ে দোগাছী বাজার হয়ে ঐতি হাসিক শাহী মসজিদে যাওয়া  যাবে।