এক নজরে ৭নং ভাঁড়ারাইউনিয়ন পরিষদকার্যালয়
ক্রমিক | বিবরন |
০১ | নামঃ ভাঁড়ারাইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র |
০২ | অবস্থানঃ ভাঁড়ারা ইউনিয়নের অন্তর্গত নলদহ বাজার, শ্রীপুর, পাবনা সদর, পাবনা |
০৩ | স্থাপন কালঃ ১১ নভেম্বর ২০১০ খ্রিঃ |
০৪ | যোগাযোগঃ জেলা ও উপজেলা সদর থেকে পূর্ব দক্ষিণ দিকে প্রাং 8কিঃমিঃ দুরুত্বে নলদহ বাজার, সুজানগর রোডের পার্শ্বে অবস্হিত। |
সেবা প্রদানের ব্যবহারকৃত মালামালের তালিকা
ক্রঃনং | মালামালের নাম | সংখ্যা | মন্তব্য |
১ | ডেস্কটপ কম্পিউটার | ২টি |
|
২ | ল্যাপটপ | ১টি |
|
৩ | লেমিনেটিং মেশিন | ১টি |
|
৪ | লেজার প্রিন্টার | ১টি |
|
৫ | কালার প্রিন্টার | ২টি |
|
৬ | ফটোস্ট্যাট মেশিন | ১টি |
|
৭ | ইন্টারনেট মডেম | ২টি |
|
৮ | মাল্টিমিডিয়া প্রজেক্টর(নষ্ট) | ১টি |
|
৯ | স্কীন | ১টি |
|
১০ | চেয়ার | ৫টি |
|
১১ | ফ্রন্ট টেবিল | ২টি |
|
১৩ | পেনড্রাইভ | ১টি |
|
১৪ | কার্ডরিডার | ১টি |
|
১৫ | ডিজিটাল ক্যামেরা | ২টি |
|
১৭ | স্ক্যানার | ১টি |
|
১৮ | স্পিকার | ১টি |
|
২২ | ইউ পি এস | ১টি |
|
২৩ | নোটিশ বোর্ড | ১টি |
|
- তথ্য সেবা কেন্দ্র পরিচালনার কায্য নিবার্হী কমিটির পরিচিতি ও ছবি-
১। জনাব রায়হানা ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার, প্রধান পৃষ্ঠ পোষক।
২। জনাব আলহাজ্ব আবু সাঈদ খান- চেয়ারম্যান, ভাঁড়ারা ইউনিয়ন ইউনিয়ন পরিষদ।
৩। জনাবা মোছাঃ জায়দা খাতুন- ইউপি সদস্যা।
৪।জনাবা মোছাঃ রাশিদা খাতুন- ইউপি সদস্যা।
৫। জানাবা মোছাঃ আছিয়াখাতুন–ইউপি সদস্যা।
৬। জনাব মোঃ আব্দুস সোবাহান- ইউপি সদস্য।
৭। জনাব মোঃ বাদশা আলমগীর–ইউপি সদস্য।
৮। জনাব মোঃ হালিমুজ্জামান লেলিন- ইউপি সদস্য।
৯। জনাব মোঃ সাইদুল ইসলাম- ইউপি সদস্য।
১০। জনাব মোঃশামছুল সরদার- ইউপি সদস্য।
১১। জনাব মোঃআবুল কালাম –ইউপি সদস্য।
১২। জনা মোঃ শামছুর প্রাং- ইউপি সদস্য।
১৩। জনাব মোঃ আব্দুল কুদ্দুস- ইউপি সদস্য।
১৪.জনাব মোঃ রইচ উদ্দিন বিশ্বাস- ইউ,পি সদস্য।
১৫। জনাব মোঃসেলিম উদ্দিন- ইউপি সচিব।
১৬।জনাব মোঃ শহিদুল ইসলাম সাইফুল-তথ্য উদ্দোক্তা।
১৭। জনাবা মোছাঃ ফারিয়া আক্তার লিখি–তথ্য উদ্দোক্তা।
-উদ্দ্যোক্তা পরিচিতি-
১। মোঃ শহিদুল ইসলাম সাইফুল পিতাঃ জাহেদ আলী মন্ডল মাতাঃ কোহিনুর বেগম গ্রামঃ নলদহ পোষ্টঃ শ্রীপুর উপজেলা: পাবনা সদর জেলাঃ পাবনা। মোবাইল নং-০১৭৪০৮৪৫৩৮১
| ২। মোছাঃ ফারিয়া আক্তার লিখি পিতাঃ আত্তাব উদ্দিন মাতাঃ মোছাঃ নিলুফা ইয়াসমিন গ্রামঃ নলদহ পোষ্টঃ শ্রীপুর উপজেলা: পাবনা সদর জেলাঃ পাবনা। মোবাইল নং-01714 424501
|
-সাবির্ক তদারকি-
১। জনাব মোঃ আলহাজ্ব আবু সাঈদ খান তথ্য সেবা কেন্দ্র সভাপতি ও চেয়ারম্যান ভাঁড়ারাইউনিয়ন পরিষদ পাবনা সদর,পাবনা। মোবাইল নং- 01711 972398
| ২। মোঃ সেলিম উদ্দিন তথ্য সেবা কেন্দ্র সচিব ও ইউপি সচিব ভাঁড়ারাইউনিয়ন পরিষদ পাবনা সদর,পাবনা। মোবাইল নং- 01711 074298 |
- বিনা মুল্যে প্রদেয় সেবা সমুহ-
কৃষি, স্বাস্থ্য, আইন, মানবাধিকা, নাগরিক সেবা,পযর্টন, অকৃষি উদ্দ্যোগ, পরিবেশ, দুযোর্গ ব্যবস্থাপনা, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিল্প ও বাণিজ্য, সাহিত্য ও সাংস্কৃতি, শ্রম ও কর্ম সংস্থান।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে স্যানিটেশন বিষয়ক জনসচেতনতা মত বিনিময় করা হচ্ছে।
গণ সংগীতের মাধ্যমে শিক্ষার উন্নয়নের জন্য স্থানীয় শিল্পিদের নিয়ে অনুষ্ঠান।
ইউনিয়ণ উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে কৃষকদের মাঝে ধান রোপন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
স্থানীয় জনগনে চাহিদার ভিত্তিতে ইন্টারনেট ও সংশ্লীষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে উল্লেখিত বিষয় গুলি নিয়ে জনগনকে তাৎক্ষনিক অবহিত করা।
-স্থানীয় আয় বর্ধন মুলক সেবা-
ইমেইল, স্ক্যানার, কম্পোজ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজ, ইন্টারনেটে ভিডিওরমাধ্যমে কথা বলা, ফটোষ্ট্যাট, কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, বিভিন্ন সরকারী ও বেসরকারী ফর্ম, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন অনুষ্ঠিতপরীক্ষার ফলাফল, বিভিন্ন প্রতিষ্ঠানের ভর্তি রেজিষ্ট্রিশন, জন্ম সনদ, সনদপত্র, ভোটার আইডি, দলিলপত্র বা এ ৩ সাইজের মধ্যে সীমাবদ্ধ যে কোন কাগজেলিখিত বা মুদ্রিত বিষয়ের প্রতিচ্ছবি করা হয়।
-কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র-
আতাইকুলা ইউনিয়ন তথ ও সেবা কেন্দ্রে ছাত্র/ছাত্রীর সংখ্যা ৪৫ জন। কোর্স ফি ৩০০ টাকা মাত্র।
কম্পিউটারপ্রশিক্ষণ ছাত্র/ছাত্রীদের এম,এস,ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, ফটোশপ, ইন্টারনেট সম্পের্কে পুর্ণ ধারনা দেওয়া হয়্ তাছাড়া কম্পিউটারেরটাইপ বাংলা ও ইংরেজি সম্পুর্ন করা হয়। সেই সাথে প্রতি বিষয়ের উপর আলাদাআলাদা নোট সকলের হাতে ধরিয়ে দেওয়া হয়।
-ইন্টারনেট ব্যবহার করে বিদেশে স্বজনে সাথে কথা-
ইউনিয়নএলাকার সাধারন মানুষ ও ছাত্র/ছাত্রীরা ইন্টারনেট ব্যবহার করছে এবংইন্টারনেট ব্যবহর করে তারা তাদের প্রিজনকে দেখতে পাচ্ছে। সেই সাথে নিজেদেরআপন জনের কাছে এখান থেকেই ইমেইল পাঠাতে পারছে।
-মাল্টিমিডিয়া প্রজেক্টর-
বিভিন্নঅনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া দিয়ে অর্থ আয় করা হচ্ছে এবংজনগনের মাঝে বিভিন্ন বিষয় সম্পর্কে অভিহিত করা হচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS